Call Us

02333388891-2

Email Us

info@diamondcementbd.com

একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই |

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রস্তাবিত পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেছেন ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ। গতকাল দুপুরে নগরীর কাট্টলীতে প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইন্সে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান (পিপিএম), ডায়মন্ড সিমেন্টের চট্টগ্রাম জোনের হেড অফ সেলস মো. আব্দুর রহিম, ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন ম্যানেজার মোঃ আমান উল্লাহ চৌধুরী। গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, আমাদের নিজেদের স্বার্থে এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ করতে হবে। গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই সবাইকে গাছ লাগাতে হবে। এবং গাছের পরিচর্যা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম), সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ, সহকারী পুলিশ সুপার ফজলুল করিম (সেলিম)। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রস্তাবিত পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন ডিআইজি সহ অতিথিরা।

Source: Dainik Purbokone