Call Us

02333388891-2

Email Us

info@diamondcementbd.com

বঙ্গবন্ধু শিল্প নগরে বেপজাকে ডায়মন্ড সিমেন্টের দশ হাজার গাছের চারা হস্তান্তর

চট্টগ্রামের মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে ১০ হাজার গাছের চারা লাগানো কার্যক্রম হাতে নিয়েছেন বেপজা কতৃপক্ষ। ২৬ জুলাই ২০২৩ বুধবার দুপুরে মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরের বেপজা'র প্রধান ফটকে গাছেরচারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই এর প্রকল্প পরিচালক মো: এনামুল হক, প্রকল্প ব্যবস্থাপনা উপদেষ্টা মো: হাফিজুর রহমান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, চট্টগ্রাম জোনের হেড অফ সেলস মো. আব্দুর রহিম, কর্পোরেট সেলসের এজিএম দিপ্তীমান দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই এর অতি: নির্বাহী পরিচালক(প্রশাসন) এবিএম শহীদুল ইসলাম, অতি: নির্বাহী পরিচালক(কমার্শিয়াল অপারেশন) শিবু রঞ্জন দাস, উর্ধ্বতন নির্বাহী প্রকৌশলী মো. কায়ছার রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন, উপ-পরিচালক মাসুদ পারভেজ, শাহ জালাল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ঠিকাদার মোহাম্মদ মহসিন, ডায়মন্ড সিমেন্ট এর ব্র‍্যান্ড এন্ড কমিউনিক্যাশন ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী, কর্পোরেট সেলস এর সিনিয়র এক্সিকিউটিভ সুজিত পাটোয়ারী ও শাহনুর সানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর একটি পরিকল্পিত শিল্পাঞ্চল। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি পরিকল্পিত ভাবে বৃক্ষরোপণ করা হলে পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হবে। বৃক্ষরোপনের ফলে জীববৈচিত্র রক্ষার পাশাপাশি ভূমির ক্ষয়রোধ পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে।